
আল-ইহতিদা ইলাল ইসলাম একাডেমি
শেষ পর্যন্ত ইসলামের সাথে_
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
শিক্ষার্থী ভর্তি ফর্ম
- সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ে তারপর পূরণ করুন।
- নামের ইংরেজি স্থান ব্যতীত সম্পূর্ণ ফর্মটি বাংলায় পূরণ করা বাঞ্ছনীয়।
- নারী শিক্ষার্থীদের জন্য ছবির স্থানে জাতীয় পরিচয় পত্রের উল্টো পাশের ছবি যুক্ত করা জরুরী।
ব্যক্তিগত তথ্যাবলী:
শিক্ষার্থীর অঙ্গীকারনামা:
আলহামদুলিল্লাহ! আল-ইহতিদা ইলাল ইসলাম একাডেমি এর একজন শিক্ষার্থী হিসেবে অত্র প্রতিষ্ঠানের সব রকম নিয়ম কানুন ও নির্দেশনা এবং ওস্তাজগণের মতাদর্শ ও শিক্ষাদানকে আমি দ্বীন এবং ইসলামের স্বার্থে মেনে নিলাম। সে মোতাবেক আমি ইসলামকে সত্য জেনে, রাসূল সঃ- কে সর্বশেষ নবী এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেনে আজীবন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে থাকার প্রতিজ্ঞা করলাম। ওলামায়ে দেওবন্দসহ সকল হক্কানী পীর মাশায়েখ এবং আউলিয়া কেরামকে শ্রদ্ধাভাজন হিসেবে জ্ঞান করলাম।
এতদ্বসত্বেও এ সকল বিষয় এবং মতাদর্শের কখনো বাতায়ন ঘটলে কিংবা রাষ্ট্রীয় কোন বৈধ বিধি-নিষেধ আমার দ্বারা লঙ্ঘন হলে অত্র প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবেনা, এবং তার দায়ভারো অর্থ প্রতিষ্ঠান বহন করবে না।
উল্লেখিত সকল বিষয়ের উপর আমি দৃঢ়চিত্তে অঙ্গীকার বদ্ধ।