মৌলিকভাবে (১) কুরআন ও (২) হাদীসই হলো ইসলামকে জানার আসল রত্ন ভাণ্ডার। তবে এগুলো শিখতে গিয়ে আরও বহু বিষয়ের সম্মুখীন হতে হয় একজন অনারব ও প্রাথমিক শিক্ষার্থীর জন্য। যেমন:

১। আরবী ভাষা, ব্যাকরণ ও প্রয়োজনীয় আরবী সাহিত্য শিক্ষা। ২। উর্দু ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় চর্চা।

৩। শরয়ী মাসায়েল, মানহাজ ও মাজহাব সম্পর্কিত জ্ঞান আহরণ।

৪। ইসলামী আক্বীদা বা বিশ্বাস সম্পর্কিত যাবতীয় বিষয়।

৫। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি পাঠ।

৬। ইসলামি ফিক্বহ ও উসূলে ফিক্বহ শাস্ত্র অধ্যয়ন।

৭। উসূলে তাফসীর, তরজমাতুল কুরআন ও তাফসীরুল কুরআন অধ্যয়ন।

৮। হাদীস এবং উসূলে হাদীস পাঠদান ও সনদ গ্রহণ।

৯। এছাড়াও প্রয়োজন ব্যক্তি জীবনে আত্মশুদ্ধির জন্য

🔴 যেভাবে সাজানো হয়েছে আমাদের সিলেবাসটি :

➤ প্রথম ২ বছরে আরবী ভাষার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ব্যাকরণ তথা নাহু-সরফ এবং প্রয়োজনীয় আরবী সাহিত্য সহ আরবী হাতের লেখা, আরবীতে রচনা তৈরী করা এবং আরবীতে বক্তব্য দেয়ার মতো সবকিছুই থাকবে মাত্র ২ বছরের ধারাবাহিক দরসের মধ্যে।

এবং প্রথম বছরেই নিজে নিজে কুরআন বোঝা-সহ ২য় বছর থেকে হাতে কলমে কুরআন মাজীদের তরজমা শিক্ষা দান।

➤ ৩য় বছর; শরয়ী মাসায়েল তথা মানব জীবনের যাবতীয় সকল প্রয়োজনীয় মাসআলা এবং ইসলামী সমস্ত আক্বীদা দলীল ভিত্তিক শিক্ষা প্রদান করা হবে।

একই বছর উর্দু ভাষা শিক্ষা সহ উর্দুতে রচিত কিতাব সমগ্র পাঠে অভ্যস্ত করা হবে ইনশাআল্লাহ।

➤ ৪র্থ বছর; পাঠদান করা হবে, উচ্চতর ইসলামী ফিক্বহ ; যেখানে থাকবে ইসলামী অর্থনীতি, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী সম্পত্তি বণ্টন ইত্যাদি ইসলামের মৌলিক বিষয় সমূহ। এবং সাথে সাথে একসল বিষয়াদি কুরআন ও হাদীস থেকে বের করার মূলনীতি সম্পর্কে পাঠদান। এবং এই বছরই থাকবে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি অধ্যয়ন করার দিক নির্দেশনা।

➤ ৫ম বছর; সম্পূর্ণ কুরআন কারীমের তাফসীর এবং উসূলে তাফসীর বা তাফসীরের মূলনীতি পাঠদান।

এবং হাদীস শাস্ত্রের মূলনীতি শিক্ষাসহ মিশকাতুল মাসাবীহ নামক বিখ্যাত হাদীস গ্রন্থের মাধ্যমে প্রাথমিক হাদীস পাঠের সূচনা।

➤ ৬ষ্ঠ বছর; সম্পূর্ণ সীহা সীত্তা গ্রন্থের পাঠদান ও সনদ প্রদান এবং বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ সমূহের মাধ্যমে ব্যাখ্যাপ্রদান।

🔴 প্রতিদিন মাত্র ৩ ঘণ্টা সময় অধ্যয়ন করে

সপ্তাহে ৪ দিন, বছরে ৩ টি সেমিস্টার করে মোট ১৮ টি সেমিস্টারে আল্লাহ চাহেতু কোর্সটি সম্পন্ন করা সম্ভব।

🔴 যে যেসকল পরিষেবা থাকছে আমাদের একাডেমিতে:

🟢 সপ্তাহে ৪ দিন করে দৈনিক ২ ঘণ্টা ক্লাস ও ১ ঘণ্টা অধ্যয়নের সুযোগ।

🟢 সুপরিকল্পিত ও সংক্ষিপ্ত পদ্ধতী ব্যবহার করে যুগোপযোগী সিলেবাস।

🟢 সুযোগ্য ও অভিজ্ঞ ওলামায়ে কেরামের তত্বাবধানে পাঠদান। 🟢 থাকবে ক্লাস রেকর্ডিংয়ের ব্যবস্থা।

🟢 ক্লাসের বাহিরেও থাকবে সার্বক্ষণিকভাবে অনলাইন সাপোর্ট।

🟢 বছরে ৩টি করে সেমিস্টার পরিক্ষায় অংশগ্রহণ করার ব্যবস্থা।

🟢 মাসিক ইসলাহী মজলিস ও তারবীয়াহ ক্লাস।

🟢 আগ্রহীদের জন্য থাকছে কওমী মাদ্রাসার অধীনে বোর্ড পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ।

🟢 এবং কোর্স শেষে থাকছে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট।

🔴 কোর্সে অংশগ্রহণ করার পদ্ধতী:

➤ কোর্স ফী জানতে বা ভর্তি ফর্ম পূরণ করতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন অথবা সরাসরি

যোগাযোগ করুন :

মোবাইল : ০১৬২৪৩৫১৫৭৯ (হোয়াটসঅ্যাপ)

ইমেইল : alihtidailalislam@gmil.com

No photo description available.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top